আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জানুয়ারী ২০২৩, শনিবার |

kidarkar

বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সের পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব ডিপ্লোমা কোর্সে জানুয়ারি ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো.আশিকুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউর সব ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১৬ ফ্রেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সবগুলো পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.