আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জানুয়ারী ২০২৩, রবিবার |

kidarkar

প্রতিদিন ১০০ কোটি আয় করছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক : পরপর কয়েকটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। যা কিং খানের আত্মসম্মানে চরমভাবে আঘাত করে। অভিমানে অনেকটা স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি। এরপর ফেরেন দীর্ঘ চার বছর পর। যাকে বলে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন। একের পর এক রেকর্ড ভাঙছেন, নতুন রেকর্ড গড়ছেন। সাফল্যের বিচারে পেছনে ফেলেছেন ‘বাহুবলী ২’ ও কেজিএফ ২’ ছবিগুলোকেও।

বিশ্বজুড়ে একশটি দেশের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। শুধু ভারতেই সাড়ে ৫ হাজারের মত প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’। থামাথামির কোনো নামগন্ধ যেন নেই। মুক্তির দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি রুপির ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ ৩৮ কোটি আয়। চিন্তা বাড়ছিল তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ল ৪০ শতাংশ। বিশ্বব্যাপী আয় গিয়ে দাঁড়াল ৪১৮ কোটি রুপিতে।

বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ছবিটি। প্রথম ভারতীয় ছবি হিসেবে ‘পাঠান’ মাত্র ৪ দিনের ব্যবসায় ২০০ কোটি রুপির গণ্ডি পার করল। অর্থাৎ, বাদশা অভিনীত এই ছবি পেছনে ফেলে দিয়েছে ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর মতো কঠিন প্রতিযোগীদের। দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিটির হিন্দি সংস্করণ ৫ দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৬ দিনে ওই মাইলফলক স্পর্শ করেছিল।

‘পাঠান’-এর বিশ্বব্যাপী আয়ের হিসাব করলে দেখা যায়, প্রতিদিনই ১০০ কোটি রুপির ব্যবসা করছে এই ছবি। আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিন। গতকালকের তুলনায় আজকে আয় বাড়বে সেকথা বলাই যায়। ৫ দিনে ৫০০ কোটি আয় করে প্রথম বলিউড সিনেমা হিসেবে আরেকটি নজির গড়বে ‘পাঠান’।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ বয়কটের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ‘বয়কট পাঠান’ ইস্যুতে পরোক্ষভাবে পাঠানের প্রমোশন করেছিল বিরোধীরা। অন্তত ছবিটির বক্স অফিস রিপোর্ট তা-ই বলছে। শাহরুখের পাশাপাশি খল চরিত্রে জন আব্রাহামের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে দর্শক-সমালোচক মহলে। আর সালমান খানের ক্যামিও ছবিটিকে অন্যমাত্রা দিয়েছে বলেও বেশিরভাগের মত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.