আইপিওর অনুমোদন পেলো আল- মদিনা ফার্মা

নিজস্ব প্রতিবেদক: আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কিআইও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১ ফেব্রুয়ারি) ৮৪৫তম কমিশন সভা এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূলধন উত্তোলনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।
আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।
বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
এই মূহুরতে আইপিও অনুমতি দেওয়া ঠিক নয়,কারন হলো শেয়ার বাজারে ভাল মানের শেয়ার এখনও কমদামে পাওয়া যায়, যেমন আজকের বাজারে দেখলাম লুফ-রেফ বিডি ইপিএস ও সম্পদ মূল্য ভাল অবস্তানে আছে,এবং আজকের বাজারে ৩৬ টাকা ৬০পয়সা,আরেকটি বিষয় হলো,শেয়ার বাজারে তালিকা হওয়ার পরে দুবার ১০% ক্যাংশ নগদ ডিভিন্ডেন দেয়,উপদেশ আমার ইচ্ছা আপনার।
আসলে লুফ-রেফ বিডি একটি ভাল কো:
ধন্যবাদ কতৃপক্ষের প্রতি
নতুন IPO এ মুহূর্তে Share বাজারের জন্য ক্ষতিকর। টাকা অন্যদিকে যেতে থাকে।