আদানি গ্রুপের শেয়ারের ধস অব্যাহত , স্টক বিক্রি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিডেন্টনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর থেকেই আদানি গ্রুপের শেয়ার ধস চলছে। বৃহস্পতিবারও সেই ধস অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এর মাঝেই তহবিল সংগ্রহ কার্যক্রম এফপিও বাতিল করেছে আদানি গ্রুপ। আপাতত তহবিল সংগ্রহ করা প্রায় তিন বিলিয়ন ডলারের স্টক বিক্রি করছে না গ্রুপটি।
হিন্ডেনবার্গের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি ও নানারকম প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সেই প্রতিবেদনের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ বিলিয়ন ডলার খুইয়েছে আদানি গ্রুপ। তাদের শেয়ারের দামও কমছে লাগাতার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছোট বিনিয়োগকারীরা আর আদানি গ্রুপের শেয়ার কিনতে চাইছে না। এমনকি বুধবারও মুম্বাইর শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ২৮.৪৫ শতাংশ।
এই পরিস্থিতিদে বুধবার দিবাগত শেষ রাতে আদানি এন্টারপ্রাইজের বোর্ড বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের কথা ভেবে তারা শেয়ার বিক্রি করার প্রক্রিয়া অব্যাহত রাখছে না। যারা এরইমধ্যে পেমেন্ট করেছেন, সবাইর অর্থ রিফান্ড করা হবে।
সূত্র: এনডিটিভি