আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট তহবিল ব্যয় পরিকল্পনায় বিএসইসির সম্মতি
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যয়ের সংশোধিত পরিকল্পনায় সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে সংশোধিত এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এরই মধ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয় করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং। এ অর্থ ব্যয়ের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কোম্পানিটি। কোম্পানিটির রাইট তহবিল ব্যয় পরিকল্পনার সংশোধনী প্রস্তাবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৭ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা।