টস জিতে ব্যাটিংয়ে খুলনা, ফিরেছেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক শাই হোপ। ইনজুরি কাটিয়ে অবশ্য সিলেট দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, গুলবাদিন নায়েব, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির, রুবেল হোসেন।
খুলনা টাইগার্স একাদশ : শাই হোপ (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, পল ভ্যান ম্যাকরেন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মুরাদ, নাসুম আহমেদ।