আজ: সোমবার, ০৬ মে ২০২৪ইং, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার |

kidarkar

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের ঘটনায় আরআরএফ’র শোক

নিজস্ব প্রতিবেদক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৮ হাজার ৭০০ জন মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে “রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম” (আরআরএফ)। ধর্ম মন্ত্রনালয়, হজ্ব-ওমরাহ ও ধর্মীয় বিটে মূল ধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একমাত্র জাতীয় সংগঠন আরআরএফ’র সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু সংগঠনের নির্বাহী কমিটির পক্ষে এ শোক জানান।
বুধবার (০৮ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে আরআরএফ নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশ দু’টিতে সংগঠিত স্মরণকালের ভয়াবহ এ ভুম্পিকম্পে আহত ও ক্ষতিগ্রস্থদের
সহযোগিতায় পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহবান জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারী সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে ও ইদলিবসহ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন ।
শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.