যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নেভাদার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুই ঘন্টা পরে ধ্বংসাবশেষ পাওয়া যায় সেটির।
কেয়ার ফ্লাইট প্লেন ও হেলিকপ্টারে অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করে। তারা আরও জানায়, নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন। এক বিবৃতিতে কোম্পানিটি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) শনিবার সকালে টুইটারে জানায় তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের ৭ সদস্যের একটি দল পাঠাচ্ছে। বিধ্বস্ত হওয়া এয়ার প্লেনটির মডেল হচ্ছে পিলেটাস পিসি-১২। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের রেকর্ড বলছে, ২০০২ সালে তৈরি হয় এই এয়ার অ্যাম্বুলেন্স।
সূত্র: এপি