ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির মোট ৩৫ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ২৫ লাখ ৪২ হাজার, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫ কোটি ৪৬ লাখ ২ হাজার ও তৃতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের ৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে বিকন ফার্মার ২ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৭২ হাজার ২০ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৪৫ লাখ ৬ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩১ লাখ ৮৪ হাজার, ইউনিয়ন ক্যাপিটালের ১ কোটি ১৬ লাখ ৮ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।