টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড, ১০ রানে অলআউট
স্পোর্টস ডেস্ক : আইল অব ম্যান, এই নামে একটি দেশ আছে হয়তো অনেকেই জানে না। এরা আবার ক্রিকেটও খেলে। ১১ ব্যাটার মিলে করলেন ১০ রান। ভাবা যায়! না, কোনো পাড়া-মহল্লার খেলা নয়। এমন ঘটনা ঘটেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে আইল অব ম্যান।
রোববার স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানেই অলআউট হয়ে গেছে ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।
আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা।
আইল অব ম্যান ১০ রান করতে খেলেছে ৮.৪ ওভার। দলের কোনো ব্যাটার ৫ রানও করতে পারেননি। সাতজন খুলতে পারেননি রানের খাতা।
আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মোহাম্মদ কামরান আর আতিফ মেহমুদ। কামরান হ্যাটট্রিকসহ ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। মেহমুদ সমান ওভারে ৬ রান দিয়ে নেন ৪টি। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের।
স্পেনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে স্পেন। ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।