মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের সাথে বিএসইসি’র বৈঠক আজ
নতুন করে বসানো হবে ফ্লোর প্রাইস
নিজস্ব প্রতিবেদক : মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের সাথে আজ বৈঠকে বসবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বর্তমান পরিস্থিতিতে করনীয় ঠিক করতে মার্চেন্ট ব্যাংকের সাথে বৈঠক ডেকেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সকাল ১০ টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে নতুন করে ফ্লোর প্রাইস বসানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হতে পাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে কমার সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।
তবে গত কয়েকদিন গুজব ছড়িয়ে পড়েছিল যে ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়।
বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ব্যাপারে কমিশনে কোন আলোচনা হয়নি। তিনি বলেন, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।
এদিকে, টানা পাঁচ কর্মদিবস কমার পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। ৫৬টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ৯৮টির দর।
এদিন লেনদেনও কিছুটা বেড়েছে। হাতবদল হয়েছ ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৩১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা।