নিজস্ব প্রতিবেদক: লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নতুন উপশাখার উদ্বোধন করেছে এবি ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান, এসইভিপি মোঃ মাহতাবুর রহমান এ উপশাখাটির উদ্বোধন করেন। এসময় সৈয়দ মোঃ মহররম হোসেন, ইভিপি, প্রধান কার্যালয়, মোহাম্মদ ইসরাফিল, চৌমুহনী শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।