এমটিবি এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে সম্প্রতি দেশব্যাপী প্রিমিয়াম কালেকশন সার্ভিস বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরটি জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়, জীবন বীমা ভবন, মতিঝিলে অনুষ্ঠিত হয়।
জীবন বীমা কর্পোরেশনের অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং জীবন বীমার মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, আব্বাস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমটিবি’র মোঃ আনিসুর রহমান, ইভিপি ও ম্যানেজার, প্রিন্সিপাল ব্রাঞ্চ, মোহাম্মদ আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং ও নার্গিস ফাতেমা, এসআরএম, ট্রানজেকশন ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং জীবন বীমার মীর নূর মোহাম্মদ, ডিজিএম, ফিন্যান্স ও শাহ মোহাম্মদ কামরুজ্জামান, ম্যানেজার, অ্যাকাউন্টস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।