সাকিবকে নিয়ে ব্লুচিজের ‘ফ্যানফেস্ট’ উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশি অনলাইন পোশাক ব্র্যান্ড ব্লুচিজের ‘ফ্যানফেস্ট’ উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণে বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ব্লুচিজ ফ্যান ফেস্ট—মিট অ্যান্ড গ্রিট সাকিব আল হাসান’ শিরোনামে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
বছরপূর্তি উপলক্ষে লয়্যাল গ্রাহকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে জনপ্রিয় অনলাইন অ্যাপারেল ব্র্যান্ড ব্লুচিজ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্লুচিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
আসন্ন ঈদ কালেকশন সমন্বিত এক্সক্লুসিভ র্যাম্প-শো দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। র্যাম্প-শোতে রুচিজ তাদের ঈদ কালেকশন উপস্থাপন করেছে। যার মধ্যে ছিল প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন টপস, ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রুচিশীল ডিজাইনের সঙ্গে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই হলো রুচিজের মূল উদ্দেশ্য। বিশ্বাস করি আমাদের প্রতিটি কালেকশন গ্রাহকদের চাহিদা পূরণ করবে। বিশ্বমানের ফ্যাশন ট্রেন্ড নিশ্চিত করতে আমাদের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে ব্লুচিজকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আজ আমরা ব্লুচিজ ফ্যানফেস্ট আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং এটি আমাদের গ্রাহকদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে।’
এক মাসের বেশি সময় ধরে ফেসবুকে ‘ব্লুচিজ ফ্যানফেস্ট’ প্রচারণা চালানো হয়েছে। এ ক্যাম্পেইনের থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬ ভাগ্যবান বিজয়ী সাকিব আল হাসানের সঙ্গে দেখার করার সুযোগ পেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি এবং মনোমুগ্ধকর র্যাম্প-শো’র মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।