সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এডিএন টেলিকম
নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৮.৫৯ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৩ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৬৫ হাজার টাকা।
আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৪৩ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, জেমিনি সী ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।