সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করলেন শাবনূর-পূর্ণিমা
বিনোদন ডেস্ক : কাজ করেছেন একই ইন্ডাস্ট্রিতে। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাই বলে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা মোটেও নড়বড়ে হয়ে যায়নি। বরং তাদের সম্পর্কটা এখনো বেশ পাকাপোক্ত তারই আভাস পাওয়া গেল গতকাল। সুদূর অস্ট্রেলিয়ায় একত্রিত হলেন ঢালিউডের লাস্যময়ী দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা।
পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন পূর্ণিমা। সেখানে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। তাই অনেকটা অনুমেয়ই ছিল, দেখা হচ্ছে দুই মিষ্টি নায়িকার। কিন্তু কবে হচ্ছে তা জানা ছিল না, তাইতো অপেক্ষা প্রহর গুনছিল ভক্তরা। অপেক্ষার পালা শেষ করে অবশেষে একসঙ্গে ধরা দিলেন শাবনূর-পূর্ণিমা।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা। সঙ্গে সারপ্রাইজ গিফট হিসেবে হাজিন হন শাবনূরও। এরপর দুজনে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।
হাস্যোজ্বল মুখে পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’
এরপর পূর্ণিমা বললেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’
পূর্ণিমার মুখে এতসব প্রশংসাবাক্য শুনে নীরবতা ভাঙেন শাবনূরও। তার কথায়, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয় আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরম্যান্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’
এদিন এই দুই নায়িকা একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেন। ফিরতে চান একই ছবিতে। সবশেষে ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লাইভ শেষ করেন দুই নায়িকা।