আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মার্চ ২০২৩, শনিবার |

kidarkar

জেএমআই ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জে চালু হল অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জে একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করল দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ।

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি এলাকায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত এই সেন্টার থেকে বছরে অন্তত চার হাজার রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। প্রতিটি ডায়ালাইসিস নিতে খরচ পড়বে মাত্র ২ হাজার ৬৫০ টাকা।

‘জেএমআই-নর্থ বেঙ্গল ডায়ালাইসিস সেন্টার’ নামে ছয় (০৬) শয্যার এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু হয় শুক্রবার (০৩ মার্চ, ২০২৩)। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত। এসময় জেএমআই গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অবঃ) আব্দুল্লাহ আল ফারুকী ও ব্যবস্থাপক (প্রশাসন) মো. রাজিব হাসান জনি এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. কাওছার আলম, পরিচালক আরমান আলী ও নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, “স্বাধীনতার মাসে সিরাজগঞ্জবাসীদের সুসংবাদ দিতে এসেছি আমরা। আপনারা জানেন, দেশের নানা স্থানে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সঙ্গে যৌথভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করছি আমরা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২০ সালে আমরা রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে একটি সর্বাধুনিক সুবিধার বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করেছি। গেল ডিসেম্বরে নড়াইলের শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে চালু হয়েছে আরেকটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার। আজকে (শুক্রবার) সিরাজগঞ্জের এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হলো সর্বাধুনিক প্রযুক্তির আরেকটি বিশ্বমানের ডায়ালাইসিস সেন্টার। এর ফলে সিরাজগঞ্জের রোগীরা ঘরের কাছেই সাশ্রয়ী খরচে জাপানের উন্নত প্রযুক্তির ডায়ালাইসিস সেবা পাবেন।”

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত জানান, “নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে ছয় শয্যার ডায়লাইসিস সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে চারটি শয্যায় আজ (শুক্রবার) থেকে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। বাকি দুইটি শয্যা খুব শিগগিরই চালু হবে। ভবিষ্যতে চাহিদা বাড়লে, শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।”

উল্লেখ্য, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে জেএমআই গ্রুপের যে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়ে ডায়ালাইসিস সেন্টারটি বাস্তবায়ন করেছে, সেটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের একটি প্রতিষ্ঠান — জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানে উৎপাদিত মাস্ক, গ্লোভসসহ বিভিন্ন পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। করোনার মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সূক্ষ্ণ ভাইরাসপ্রতিরোধী কেএন৯৫ মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট
ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সিরাজগঞ্জের রোগীদের আধুনিক প্রযুক্তির ডায়ালাইসিস সেবা নিশ্চিতে, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি চুক্তি সই হয় ২০২১ সালের ১৫ জুন। চুক্তি অনুযায়ী, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও পরিচালনায় যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা দেবে জেএমআই। আর সেন্টার স্থাপনের জায়গা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক-নার্সদের মাধ্যমে রোগীদের সেবা দেয়ার ব্যবস্থা করবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.