সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, দর কমেছে ২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, দর কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১২ লাখ ২১ হাজার টাকা।