বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কে গিয়ে বেশ আলোচনা ও সমালোচনায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও বিভিন্ন সময় নানা ইঙ্গিতে বুঝিয়ে দেন তাদের মধ্যে সুসম্পর্কের কথা।
রবিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিব খানের একটি ভিডি নিজের পেজে শেয়ার করেছেন বুবলী। এর সঙ্গে একটি আবেগমাখা ক্যাপশন জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এ ভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারন, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক ..।’ এরপর লাভ এন্ড রেসপেক্ট শাকিব খান লিখে ভালোবাসার সিম্বল দেন।