মুশফিকের পরেই সাজ ঘরে রিয়াদও
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এসে অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তবে ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার এই ব্যাটার। মুশফিক ফেরার পরই ক্রিজে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এদিনও ইনিংস বড় করতে পারেননি মিডল অর্ডার এই ব্যাটার।
ব্যক্তিগত ৮ রানে থাকা অবস্থায় রিয়াদকেও বোল্ড আউটের ফাঁদে ফেলে বিদায় করেন রশিদ। এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ক্রিজে ব্যাট করছেন আফিফ হোসেন।
এর আগে নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় ফিফটির পর অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার।
সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।
এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।