রূপালী ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস- ২০২৩ উদযাপন করা হয়েছে।
সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রথম বারের মত আর্থিক স্বাক্ষরতা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
দিবসটি উপলক্ষে প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আমানত, ঋণ, অভিযোগ নিস্পত্তি ও আমানত সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তারা র্যালিতে অংশ নেন।
এছাড়া দেশব্যাপী ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায়ও এ দিবসটি একযোগে উদযাপন করা হয়।
এ সময় ব্যাংকের ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, ইকবাল হোসেন খা ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।