৯-১০ মার্চ গুলশানে ডিএনসিসির স্যানিটেশন ট্রেড ফেয়ার
নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ও ১০ মার্চ দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ার আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দুই দিনব্যাপী এই স্যানিটেশন ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন।
মকবুল হোসাইন আরও বলেন, ভবন-ইমারতে কার্যকর সোক ওয়েল, সেপটিক ট্যাংক ব্যবস্থা স্থাপন নিশ্চিত করার জন্য ভবনের মালিকদের অনুরোধ জানানো হবে এই স্যানিটেশন ফেয়ার থেকে। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (অনসাইট স্যানিটেশন) সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ভবন, ইমারতে কার্যকর সোক ওয়েল, সেপটিক ট্যাংক ব্যবস্থা স্থাপন নিশ্চিত করা সম্ভব হবে এই আয়োজনের মাধ্যমে। পাশাপাশি নিরাপদে অন-সাইট স্যানিটেশনের জন্য সঠিক, উপযুক্ত সেভ স্যানিটেশন টেকনোলজি ক্রয়ের সুযোগ থাকবে স্যানিটেশন ট্রেড ফেয়ারে।