সন্তান হারানো প্রতিপক্ষ ফুটবলারকে সান্ত্বনা দিলেন এমবাপে
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিরোপা জেতার নজির গড়েছেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারলেও কিলিয়ান এমবাপে পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। কম বয়সেই এত কীর্তি গড়া এই ফরাসি স্ট্রাইকারের অবশ্য একটা দুর্নাম ছিল। সিনিয়র খেলোয়াড়দের প্রাপ্য সম্মান না দেওয়া এবং আচরণজনিত বিষয়ের জন্য সমালোচিত হতে হয় এমবাপেকে। তবে এবার মানবিক কাজেই দেখা গেল এই স্ট্রাইকারকে। সম্প্রতি লিগ ওয়ানের ম্যাচে জয়ের পর প্রতিপক্ষ দলের সন্তান হারানো এক ফুটবলারকে সান্ত্বনা দিয়েছেন তিনি।
লিওনেল মেসি ও এমবাপের নৈপুণ্যে গত শনিবার রাতে নঁতেকে ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে এমবাপে ক্লাবটির জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। তবে তার এই অর্জনে উদযাপন করলেও নঁতের স্ট্রাইকার ইগনাসিয়াস গানাগোর পাশে দাঁড়াতে ভোলেননি। দু’সপ্তাহ আগে নিজের পাঁচ বছরের মেয়ে ক্লোয়িকে হারিয়েছেন গানাগো। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ক্লোয়ির। তার পরেও গানাগো পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন। ৩৮ মিনিটে পিএসজির বিরুদ্ধে গোলও করেছেন তিনি। তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেননি তিনি।