ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা
স্পোর্টস : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। এতে অংশ নিতে আজ (৭ মার্চ) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে যুব টাইগাররা। শাহরিয়ার সাকিবের নেতৃত্বে একটি ৪ দিনের ম্যাচ ও ওয়ানডে ফরম্যাটে আহরার আমিনের অধীনে সিরিজ খেলবে বাংলাদেশ।
এর আগে চলতি মাসের ১২ থেকে ১৫ মার্চ আবুধাবি ওভালে একমাত্র ৪ দিনের ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ দল। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮ মার্চ টাইগার যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। পরবর্তীতে ২০ মার্চ শ্রীলঙ্কা ও ২৪ মার্চ আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষের দ্বিতীয় ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রথম রাউন্ড শেষ করবে। এরপর পয়েন্ট তালিকায় দুইয়ের মধ্যে থাকলে ৩০ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে তারা। সবকটি ম্যাচই হবে আবুধাবির ওভাল মাঠে।
স্ট্যান্ডবাই :
আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য, জাকারিয়া ইসলাম শান্ত, ইকবাল হাসান ইমন, শিহাব পাহার সাব্বির, মুস্তাফিজুর রহমান।