স্পোর্ট ডেস্ক : ক্লাব ফুটবলের চলতি মৌসুমে দলবদলের নির্ধারিত সময় আগেই শেষ হয়েছে। কিন্তু এখনও চলমান রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ট্রান্সফার আলোচনা। যদিও এখন পর্যন্ত কোনো ক্লাবের প্রতি নিজের আগ্রহের কথা জানাননি মেসি। তবে এখনই হাল ছাড়ছে না আমেরিকার মেজর সকার লিগ (এমএলএস)। প্রয়োজনে তারা মেসি ও তার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও রাজি।
লিগ কর্তৃপক্ষ মেসিকে পেতে কতটা আগ্রহী সেটি এমএলএস-এর প্রধান নির্বাহী ডন গারবারের মন্তব্যে ফুটে উঠেছে। এর জন্য প্রয়োজনে তিনি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।