বিপদের বন্ধু ভারতের ভূয়সী প্রশংসায় শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক : ‘স্বাধীনতা লাভের পর নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কাকে অন্য যেকোনও দেশের তুলনায় বেশি সহায়তা করেছে ভারত। বিশেষ করে এই দ্বীপ রাষ্ট্র যখন দেউলিয়া হয়ে যায়, সেই সময় শ্রীলঙ্কার পাশে সহায়তার হাত বাড়িয়ে নজির সৃষ্টি করেছে নয়াদিল্লি।’ ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাইসিনা সংলাপে অংশ নিয়ে ভারতের ক্ষসতাসীন বিজেপি সরকারের এমন ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি।
মঙ্গলবার প্রকাশিত এক পডকাস্টে লঙ্কান এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত সরকার শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ভারতীয় জনগণও শ্রীলঙ্কাকে সহায়তা করতে এগিয়ে এসেছিল।
সাবরি বলেন, ‘খারাপ সময় এলে প্রকৃত বন্ধু চেনা যায়। ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ভারত আমাদের জন্য যা করেছে, সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’
শ্রীলঙ্কার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ক্ষমতাসীন সরকার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে প্রায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক ঋণ সরবরাহের মতো অত্যন্ত সাহসী, সিদ্ধান্তমূলক কিছু পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, এটি সেই রেখা যা শ্রীলঙ্কাকে আরেকটি দিনের যুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করে দিয়েছে। দেউলিয়া দেশটিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে।