আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অগাস্ট ২০১৫, শনিবার |

kidarkar

রূপচর্চায় বরফ!

health... অসহ্য গরমে প্রাণের তেষ্টা মেটাতে প্রয়োজন হয় এক গ্লাস বরফ মেশানো ঠাণ্ডা জুস। নতুবা প্রচণ্ড ব্যথার উপশম হয় বরফখণ্ডে। কিন্তু কখন কী ভেবে দেখেছেন ফ্রিজে রাখা বরফই আপনার সৌন্দর্য বাড়াতে পারে। বিভিন্ন ধরনের ঘরোয়া সৌন্দর্যের টিপসেও বরফ  ভাল কাজ করে। এবার আপনাদের জানবো রূপচর্চায় ব্যবহার সম্পর্কে।

ত্বক: শসা ত্বককে ঠাণ্ডা এবং আর্দ্র রাখতে ব্যবহার করা হয়৷ শসার পেষ্ট জমিয়ে রেখে তা মুখে মাখলে ত্বক পরিষ্কারও হয়৷ ডেড সেল বের করতে সাহায্য করে এই জমিয়ে রাখা শসার পেষ্ট৷ এর ফলে ত্বকে প্রাণ ফিরে আসে৷ শসাকে পেষ্ট করে তাতে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস দিয়ে দিন৷ তার পর সেটিকে ১টি বরফের ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন৷ শসার পেষ্টটি জমে গেলে তা বের করে ত্বকে হাল্কা করে ঘষে নিন। এতে আপনার ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ফিরে আসবে৷ প্রতি সপ্তাহে ৩ বার করে এটি ব্যবহার করতে পারেন৷

চোখ: চোখের ফোলা ভাব কমানোর জন্য ১টি পাতা ভরতি টি-ব্যাগকে ফ্রিজে ঢুকিয়ে জমিয়ে নিন৷ ঠাণ্ডা চা-পাতার বরফ আপনার চোখের ফোলাভাব কমাতে সাহায্য করবে৷ চোখ বেশি ফোলা হলে এক চামচ গ্রিন টি পাতা গরম জলে ফুটিয়ে নিন৷ তারপর ওই চা-পাতা ঠাণ্ডা হলে তাকে ফ্রিজে ঢুকিয়ে জমতে দিন৷ এতে ডার্ক সার্কেল এবং চোখের ফোলাভাব কম হয়৷

ফেসিয়াল: লেবুর রসের বরফ তাৎক্ষণিক ফেসিয়াল করতে পারে৷ লেবুর রসে থাকে ভিটামিন সি৷ ফলে লেবুর রস ত্বককে মসৃণ করতে সাহায্য করে৷ একটি লেবুর রস বের করে তা বরফের ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিন৷ জমে গেলে বরফটিকে ধীরে ধীরে গালে ও গলায় আলতো করে ঘষে নিন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন৷ দেখবেন মুখ পরিষ্কার হবে এবং প্রাকৃতিক গ্লো আসবে৷ এটিও সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারেন৷

ব্রণ: ত্বকের যেসব জায়গায় ব্রণের প্রকোপ দেখা দিচ্ছে সেই জায়গায় বরফ লাগান৷ এক মিনিট ধরে ব্রণের উপরে বরফ ব্যবহার করুন৷ বরফ ফোলা ভাব এবং লালভাব কমাতে সাহায্য করে৷ ফলে বরফ ব্যবহার করলে ব্রণ ত্বকের সঙ্গে মিশে যায়৷

থ্রেডিং: থ্রেডিং বা আইব্রো করার পরে অবশ্যই বরফ ব্যবহার করুন৷ ভ্রুতে থ্রেডিংয়ের ফলে যে লালভাব বা ফোলাভাব তৈরি হয় তা কমে যায় বরফের ব্যবহারের ফলে৷

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.