মজবুত শুরুর পর সাজঘরে রনি-লিটন চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার মিলে প্রথম ৩ ওভারেই তুলেছেন ৩২ রান। তবে ভালো শুরুর পর রশিদের গুগলিতে কাটা পড়লেন আট বছর পর দলে ফেরা রনি। ১৪ বলে ২১ রান করে সাজঘরে ফিরে গেছেন ডানহাতি এই ব্যাটার। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচেও সাতে নেমে ২২ বলে ২১ রান করেছিলেন রনি।
পেসারদের খুব ভালোভাবে সামলাচ্ছিলেন টাইগার দুই ওপেনার। বাংলাদেশের শুরুর জুটি ভাঙতে পাওয়ার প্লের শেষ দিকে আদিল রশিদকে আক্রমণে আনেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। কাজেও লাগল, গুগলিতে বোল্ড হয়ে গেলেন রনি।
রশিদের করা ওভারটিতে আউট হতে হতেও বেঁচে গেছেন নাজমুল হোসেন শান্ত। এলিবডব্লিউর সিগন্যাল দিয়েছিলেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়। আল্ট্রাএজে দেখা যায়, গ্লাভস স্পর্শ করেছিল বল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ দশমিক ৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। ক্রিজে রয়েছেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়।