ময়মনসিংহের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৪ বছর পর ময়মনসিংহে গেলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রহ্মপুত্র তীরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে সমাবেশের মঞ্চে উঠেন তিনি।
প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন ঘিরে রাত থেকেই জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা থেকে বিশেষ ৮টি ট্রেন চালু হয়েছে।
এদিন সকাল থেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’- এমন স্লোগানে নেতা-কর্মীরা সার্কিট হাউজ মাঠে যোগ দিতে থাকেন। প্রিয় নেত্রীকে দেখার জন্য বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূলের নেতা-কর্মীরা ছুটে আসেন। এতে জনসমুদ্রে পরিণত হয়েছে সার্কিট হাউজ মাঠ।
জানা গেছে, প্রধানমন্ত্রী ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।