অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ডিবিএল গ্রুপে , বেতন ২২০০০
চাকরি ডেস্ক : ডিবিএল গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে অভিজ্ঞতাসম্পন্ন ও অভিজ্ঞতা ছাড়া উভয় প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
পদের নাম : টেরিটরি অফিসার/ সিনিয়র টেরিটরি অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের যেকোনো বিষয় থেকে স্নাতক পাস হলেই চলবে। তবে ফ্রেশারদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে।
অভিজ্ঞতাসম্পন্নদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্রেশারদের বেতনের কথা উল্লেখ করা হয়েছে। এতে প্রতিমাসে একজন ফ্রেশারকে ২২০০০ টাকা বেতন প্রদান করা হবে। অভিজ্ঞদের বেতন আলোচনা সাপেক্ষে।