ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতির হার ০.২১ শতাংশ পয়েন্ট বেড়ে ৮.৭৮ শতাংশে পৌঁছেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সাত মাস যাবত দেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে।
গত বছরের ডিসেম্বরের ৮.৭১ শতাংশের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৫৭ শতাংশে দাঁড়ালেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়েছে।
শেষ এক দশকে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার সর্বোচ্চে পৌঁছায় গেল বছরের আগস্টে; বাজারে এ সময় এই হার ছিল ৯.৫২ শতাংশ। তবে এর পরের কয়েক মাসে মূল্যস্ফীতির হার স্থিরভাবে কমতে থাকায় অক্টোবরে ৮.৯১ শতাংশে এসে ঠেকে এবং এর পরবর্তী মাসগুলোতে কমার এই প্রবণতা বজায় ছিল।
জানুয়ারীতে খাদ্য মূল্য সূচক ডিসেম্বরের ৭.৯১ শতাংশ থেকে ৭.৭৬ শতাংশে নেমে আসে; একই সময়ে নন-ফুড আইটেম বা খাদ্য নয় এমন পণ্যের মূল্য সূচক ৯.৯৬ শতাংশ থেকে ৯.৮৪ শতাংশে এসে দাঁড়ায়।
ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতির হার বেড়ে ৮.৭৫ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮.৩৯ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্য সূচক ৭.৪১ শতাংশ থেকে বেড়ে ৭.৯৮ শতাংশ হয়। এরমধ্যে নন-ফুড আইটেমের মূল্য সূচক ৯.৪৮ শতাংশ থেকে বেড়ে ৯.৬১ শতাংশে পৌঁছায়।