ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। কিছুতেই যেন এই বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। সিরিজেরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করতে নেমে দুই অঙ্ক ছুঁতে পারলেন না এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে তার সংগ্রহ ৯ রান।
লিটন ফেরায় ১৬ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২১ রান। রনি তালুকদার উইকেটে আছেন ৭ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার শান্তর সংগ্রহ ৩ রান।
এর আগে সিরিজ জয়ের মিশনে নেমে স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মূলত মেহেদী মিরাজের স্পিন বিষে নীল হয় ইংলিশরা। ১২ রান দিয়ে এই বোলার শিকার করেন ৪ উইকেট।
তবে শেষ দিকে বেন ডাকেটের ব্যাটে চড়ে একশ রান পার করে ইংল্যান্ড দল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১১৭ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড।