ট্রেজারি বন্ড শক্তিশালী করলে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক : বন্ড মার্কেটকে শক্তিশালী করার দিকে জোর দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ট্রেজারি বন্ডকে শক্তিশালী করতে পারলে শেয়ারবাজারে বিনিয়োগের ধারা বৃদ্ধি পাবে।
রোববার (১২ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিজনেস সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিষয়ক এক সেশনে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ঋণখেলাপি কমাতে আমরা উদ্যোক্তাদের ঋণের বদলে গ্যারান্টি দেব। আর উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলবে। ব্যাংক গ্যারান্টি থাকলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন, অন্যদিকে যারা টাকা নিচ্ছেন তাদের মধ্যে খেলাপির মনোভাব কমে আসবে।
মূল্যস্ফীতি নিয়ে গর্ভনর বলেন, মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে পণ্যের অতিরিক্ত চাহিদা কমানো হচ্ছে। এ লক্ষ্যে সুদের হার বৃদ্ধি থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া বৈদেশিক মুদ্রার বিভিন্ন মান নিয়ে সমস্যা সমাধানে আব্দুর রউফ বলেন, কেন্দ্রীয় ব্যাংক জোর দিয়ে এক ব্যাপারে কাজ করছে।
সেশনে বক্তারা বলেন, বাংলাদেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী করা গেলে বিনিয়োগের জন্য কেবল ব্যাংক ঋণের ওপরে নির্ভরশীলতা কমবে।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের ৯৯ শতাংশ অর্থ আসে ব্যাংকসহ নানা আর্থিক প্রতিষ্ঠান থেকে। মাত্র ১ শতাংশ অর্থের জোগান দেয় শেয়ারবাজার। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সৃষ্টিতে একটি শক্তিশালী শেয়ারবাজারের কোনো বিকল্প নেই।