আজ: সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০২৩, মঙ্গলবার |

kidarkar

রূপায়ণ সিটি এবং সীমান্ত ব্যাংক লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও সীমান্ত ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।

২১ মার্চ ২০২৩ মঙ্গলবার সীমান্ত ব্যাংক – এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির সম্মানিত গ্রাহকগণ আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি এর মাধ্যমে সীমান্ত ব্যাংক হতে গৃহঋণ সুবিধা পাবেন ।

সীমান্ত ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের উপস্থিতিতে রূপায়ন সিটি – এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম মাহবুবুর রহমান এবং সীমান্ত ব্যাংক লিমিটেড – এর হেড অব অপারেশন্স এন্ড সিআরও জনাব মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ন সিটি উত্তরার পক্ষে জিএম, কাস্টমার সার্ভিস ডিভিশন জায়দুর রশীদ, জিএম ও হেড অফ ফাইন্যান্স মোঃ মোর্শেদ আলম এবং সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন মোঃ ফিরোজ কবির এবং সীমান্ত ব্যাংক লিমিটেড-এর পক্ষে হেড অব কার্ডস এন্ড এডিসি আরমান হোসেন, ইন-চার্জ, রিটেইল এসেটস এন্ড লায়াবিলিটি মোঃ মাসুদ সাজ্জাদ উপস্থিত ছিলেন ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.