ঈদে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’, চলবে ২ ভাষায়
বিনোদন ডেস্ক : নতুন ইতিহাস গড়তে চলেছেন বাংলার সুপারস্টার জিৎ। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘চেঙ্গিজ’। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে জিৎ। এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে কোনো বাংলা ছবি।
মঙ্গলবার সকালে সেই সুখবরই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জিৎ নিজেই। ফার্স্টলুক দেখেই বোঝা গিয়েছিল এই ছবিতেও তার চরিত্র হতে চলেছে লার্জার দ্যান লাইফ।
শুধু জিৎই নয়, চেঙ্গিজের একটি পোস্টার শেয়ার করে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ঈদের দিন মুক্তি পাবে।’
গত বছর এপ্রিলে এই ছবির ঘোষণা করেছিলেন জিৎ। এরপর প্রকাশ্যে আসে এই ছবিতে জিতের লুক। ছবিতে অভিনেতা একজন গ্যাংস্টার। পুরোদস্তুর অ্যাকশন এই ছবিতে জিতের নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথম জিতের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় সাত মাস ধরে এই ছবির শ্যুটিং করেছেন তারা।
১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের দাপট নিয়েই লেখা হয়েছে চেঙ্গিজের চিত্রনাট্য। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই। জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক জিৎ। অভিনেতার পাশাপাশি গোপাল মাদনানি, অমিত জুমরানিও এই ছবির প্রযোজনা করেছেন। ছবি নিয়ে ভক্তদের উত্তেজনাও তুঙ্গে। কিছুদিন আগেই ফ্যানেরা অভিযোগ করেছিলেন যে, কেন চেঙ্গিজের প্রচার করছেন না অভিনেতা। অবশেষে মঙ্গলবার ডবল ধামাকা দিলেন জিৎ।
টলিউডে যেমন ঈদ মানেই জিতের ছবি সেরকম বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। এই বছরও ঈদের দিন ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে বাংলার পাশাপাশি ওই একইদিনে হিন্দিতেও মুক্তি পেতে চলেছে জিতের চেঙ্গিজ। বলিউডে এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি সালমান খান