আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ মার্চ ২০২৩, রবিবার |

kidarkar

“ইন্টারনাল অডিটরস রোল ইন রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন” শীর্ষক আই আই এ বি সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দ্যা ইন্সটিটিউট অফ ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আই আই এ বি) আয়োজিত “ইন্টারনাল অডিটরস রোল ইন রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন” শীর্ষক একটি সেমিনার ২৫শে মার্চ ২০২৩, রোজ শনিবার এফ. কে. এম. এ. বাকি অডিটরিয়াম – অডিট ভবন, ৭৭/৭ কাকরাইল, ঢাকা তে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

জনাব কৃষ্ণস্বামী বিদ্যাধরন, এফসিএ, সাবেক সভাপতি – আইআইএ ইন্ডিয়া এবং উমা প্রকাশ, এফসিএ, সিএফই, সভাপতি – আইআইএ ইন্ডিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে জনাব রায়হান শামসি, এফসিএ, আইআইএ বাংলাদেশের সাবেক সভাপতি, জনাব অজিত কুমার পাল, এফসিএ, সভাপতি, আইআইএ বাংলাদেশ, জনাব অমিতাভ সাহা, জেনারেল সেক্রেটারি, আইআইএ বাংলাদেশ, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সিআইএ, সিআইএসএ, সিআইএসএম, CGEIT, CSX-F, CFE, সদ্য সাবেক সভাপতি, আইআইএ বাংলাদেশ উপস্থিত ছিলেন। জনাব খোন্দকার আতিক-ই রব্বানী, এফসিএ, সাবেক সভাপতি, আইআইএ বাংলাদেশ, জনাব নন্দ দুলাল সাহা, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট, আইআইএ বাংলাদেশ এবং জনাব মোঃ মনোয়ার হোসেন, এফসিএ, এফসিএমএ, সিআইএসএ, এফসিএস, সিআইপিএফএ (ইউকে), সিওও, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সি  এম এস এফ) আলোচনা করেন।

বক্তারা বাংলাদেশে রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন অনুশীলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সেমিনারে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রের ১৫০ জনেরও বেশি পেশাদার এবং IIAB, ICAB, ACCA, ICMAB এবং ISACA-এর সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের মাধ্যমে সেমিনার শেষ হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.