স্বাধীনতা ও জাতীয় দিবসে ডিএসই’র পর্ষদের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণে আজ (২৬ মার্চ ২০২৩) সকাল ১১ ঘটিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে নব-নিযুক্ত পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাভার জাতীয় স্মৃতি সৌধে সকল বীর শহিদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন৷
এসময় উপস্থিত ছিলেন নব-নিযুক্ত পরিচালনা পর্ষদের সদস্য-অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন এবং রুবাবা দৌলা, ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।