ব্র্যাক ব্যাংক-এ কর্মকর্তাদের জন্য ইনডোর গেমস টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তাদের সুস্থতার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ে একটি ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে টেবিল টেনিস, ক্যারাম ও দাবা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ফরম্যাটে পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীদের জন্য অন্তর্ভুক্ত ছিল।
দাবায় তানভীর আবেদীন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন এবং সাদিয়া পারভিন রিপা মহিলা বিভাগে শিরোপা লাভ করেন।
ক্যারামে মোঃ রাজিব খান পুরুষ একক বিভাগে, মিতি দেওয়ান নারী এককে এবং মোঃ আহসান হাবীব ও মোঃ সাইফুদ্দিন ফেরদৌস পুরুষ দ্বৈত বিভাগে শিরোপা জিতেছেন। নারীদের দ্বৈত বিভাগে, রায়হান-ই-জান্নাত ইভা এবং মোর্শেদা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।
টেবিল টেনিসে, মোহাম্মদ ফিদাউল গিয়াস পুরুষ এককে এবং আর সাদিয়া এন মাহফুজ নারী চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ ডাবলসে মনিরুল ইসলাম রনি ও সাদিকুর রহমান শিরোপা জিতেছেন এবং মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন শবনম শাহরিন মিম ও শামশারা দৌলতানা।
কটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক সহকর্মীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ও দৃঢ় বন্ধন সৃষ্টিতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মোঃ সাব্বির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।