লিটনের বিদায়, রনির প্রথম ফিফটি
নিজস্ব প্রতিবেদক : দাপুটে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও দারুণ শুরু বাংলাদেশের। আয়ারল্যান্ডের বোলারদের তুলোধুনো করে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। তবে ব্যক্তিগত অর্ধশতরানের দোড়গোড়ায় গিয়ে লিটন সাজঘরে ফিরলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন রনি তালুকদার। মাত্র ২৪ বলে ৫০ রান পূর্ণ করেছেন এই ব্যাটার।
সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন দাস। লিটনের পর বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার রনি তালুকদার। এ দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতে টাইগারদের হয়ে রেকর্ড রানই (৮১) তুললো বাংলাদেশ। এর আগের সর্বোচ্চ ছিল ৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে।
দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে বেশিক্ষণ থিতু হতে পারেননি লিটন। ক্রেইগ ইয়াংয়ের স্লোয়ার বল মিড অফের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিংটা ঠিকঠাক হয়নি, সহজ ক্যাচ তালুবন্দি করেন পল স্টার্লিং। ভাঙে ৪৩ বল স্থায়ী ৯১ রানের জুটি। ২৩ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করেন লিটন।
লিটনের বিদায়ের পরপরই ফিফটি তুলে নিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা রনি তালুকদার। মাত্র ৪ চার ও দুই ছক্কায় মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেছেন রনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম।