আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মার্চ ২০২৩, সোমবার |

kidarkar

মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর প্রথম দিনে বেড়েছে ২ শতাংশ

সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা মিডল্যান্ড ব্যাংকের প্রথম দিনে শেয়ার দর বেড়েছে ২০ পয়সা বা ২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারে ৯ টাকা দরে লেনদেন শুরু করে। এসময় লেনেদেনের প্রথম আধা ঘণ্টায় শেয়ারটির দর ২০ পয়সা বা ২ শতাংশ কমে। তবে লেনদেনর শেষ পর্যায়ে এসে শেয়ারটির দর ২০ পয়সা বেড়েছে। এদিন শেয়ারটির দর ৯ টাকা থেকে ১০ টাকা ৩০ পয়সা পরযন্ত ওঠানামা করে।

আজ ডিএসইতে মিডল্যান্ড ব্যাংক ১ হাজার ৯১৯ বারে ২২ লাখ ৭২ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

ব্যাংকটির পুঁজিবাজারে মোট ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি শেয়ার রয়েছে। মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.