প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত। সভায় কোম্পানীর শেয়ারহোল্ডাররা ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তাফা হায়দারের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটর্ফমে কোম্পানিটির কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়।
ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ এবং শেয়ারহোল্ডাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানীর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক।
সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মোঃ আলমগীর কবির ও জনাব মোহাম্মদ এরশাদুল হক এবং স্বতন্ত্র পরিচালক জনাব মাহফুজুর রহমান, জনাব ফখরুল ইসলাম ও জনাব এ.কে.এম. দেলোয়ার হুসাইন এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব মো: সেলিম রেজা এফসিএ, কোম্পানী সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রধান অভ্যন্তরিন নিরীক্ষক মো: আমিনুল ইসলাম। সম্মানীত পরিচালক ও
বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আলমগীর কবির।