বারদীধাম কর্তৃপক্ষের সাথে চাকলাধাম কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ (পুণ্যতীর্থ বারদীধাম) কর্তৃপক্ষের সাথে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, দেগঙ্গা, পশ্চিমবঙ্গ (চাকলাধাম) কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা গত ২৫ মার্চ ২০২৩ শনিবার বিকেল ৫ টায় বারদীধামের নাটমন্দিরে অনুষ্ঠিত হয়।
বারদীধাম পরিচালনা পরিষদের আহবায়ক শ্রী অশোক মাধব রায়ের সভাপতিত্বে এবং ইসলোক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব লায়ন প্রকৌশলী দীপংকর দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বারদীধাম পরিচালনা পরিষদের সদস্য সচিব শ্রী শংকর কুমার দে, কোষাধ্যক্ষ ড. তাপস চন্দ্র পাল, ইসলোক কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক লোকনাথ গবেষক শ্রী তপন কুমার দেওয়ানজী ছাড়াও ইসলোকের আমন্ত্রণে চট্টগ্রামের চন্দ্রনাথ শীর্ষে লোকনাথ ব্রহ্মচারী বাবার পদার্পণের ১৬৩ বছর পূর্তি অনুষ্ঠানে ভারতবর্ষ থেকে আগত সত্তর জন বিশিষ্ট অতিথি এবং বিপুল সংখ্যক স্থানীয় বারদীবাসী এবং ভক্তবৃন্দ।