আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কমিশনের ৮৬২ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশনের আজকের সভায় ইউনাইটেড এয়ারের পূর্ববর্তী পরিচালনা পর্যদের (Board of Directors) কার্যক্রমের উপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখিত কমিটির সুপারিশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩ উত্তর “ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএসইসি”

  • Believe it OR not says:

    সময়ের এক ফোঁড় অসময়ের একশো ফোঁড়েও কাজ হয় না। স্পন্সর ডাইরেক্টরেরা ডিগ্রী ক্লাসের বাংলা পাঠ্যের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লি: এর মতো নিজেদের ঘাড়ের বোঝা চাপিয়ে দিয়ে সরে গেছেন এর মাশুল নতুন স্পন্সররা দিতে দিতে ফকির হওয়ার আগেই, তারাও বিনবিনিয়োগকারীদের ঘাড়ে চেড়ে দিয়ে প্রস্হান করবেন।

  • ফিরুন সাহা says:

    আমার অনেক শেয়ার কেনা,আমার টাকা ফেরত চাই।

  • মোহাম্মদ নূর এ আলম সিদ্দিকী says:

    যারা টাকা সারিয়েছেন তারা বিএসইর চেয়েও অনেক শক্তিশালী। সকল নদী যেমন সাগরে মেশে আমাদের দেশের সকল পাচারকারী কোন না কোন ভাবে রাজনৈতিক ছত্র ছায়ায় আশ্রীত অন্যথায় এত বড় অন্যায় করে কেউ নিরুত্তাপ থাকতে পারত না।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.