সমতা লেদারের সর্বোচ্চ দরপতন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৫ এপ্রিল) সমতা লেদারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা দরে লেনদেন হয়েছে।
সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর আজ ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডসের শেয়ারদর কমেছে ১ টাকা বা ৪ দশমিক ০২ শতাংশ।
বুধবার ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, ফাইন ফুডস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, জিলবাংলা সুগার মিলস এবং লিগ্যাসি ফুটওয়্যার।