আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ এপ্রিল ২০২৩, বুধবার |

kidarkar

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৮

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের শুধু মার্চ মাসেই ঘটেছে ৪৮৭টি সড়ক দুর্ঘটনা, তাতে ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো এক হাজার ১৩৮ জন।

বুধবার (৫ এপ্রিল) যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া রেলপথ দুর্ঘটনায় ৪৭ জন, নৌপথে আরো সাতজন নিহত হয়েছেন। অর্থাৎ গেল এক মাসে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। সর্বমোট দুর্ঘটনার ৫৭ দশমিক ৪৯ শতাংশ মৃত্যু ঘটেছে গাড়িচাপায়।

নিহতদের মধ্যে ১৬৩ জন মোটরসাইকেল দুর্ঘটনায়, বিভিন্ন পরিবহনের চালক ১৪০ জন, পথচারী ৯৩ জন, বীর মুক্তিযোদ্ধা ৬ জন, নারী ৬৭ জন, শিশু ৩৭ জন, শিক্ষার্থী ৪২ জন, পরিবহন শ্রমিক ২৫ জন, শিক্ষক ৯ জন, চিকিৎসক ৩ জন, পুলিশ সদস্য তিনজন, সেনাসদস্য তিনজন, আনসার সদস্য দু’জন, সাংবাদিক একজন, আইনজীবী দু’জন ও বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন নেতাকর্মী রয়েছেন।

দুর্ঘটনা কারণ হিসেবে দেখছেন চালকের অদক্ষতা ও বেপরোয়া মনোভাব নিয়ে গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিং, চালকের কর্মঘণ্টা ও বেতন সুনির্দিষ্ট না থাকা, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ সেই সাথে ট্রাফিক আইন অমান্য করার কথা বলছে যাত্রী কল্যাণ সমিতি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.