বিকালে দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির সমাপ্ত অর্থছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফাইন্যান্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পর্ষদ সভায় কোম্পানি দুটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানি দুটি।
আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা আজ দুপুর ২টায় এবং প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।