সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ২৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৭৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ২ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩৪ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকার, ইউনিক হোটেলের ১১০ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৯৮ কোটি ৫৭ লাখ ৫৮হাজার টাকার, এডিএন টেলিকমের ৭৭ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকার, অ্যাপেক্স ফুটওয়ারের ৬৬কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ৬৬ কোটি ৭০ লাখ ৩৯ হাজার টাকার এবং রংপুর ফাউন্ড্রির ৫৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার।