মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ২৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ৯৭ হাজার ৩০৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতবছর একই মাসের চেয়ে ২৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছিল ৭৮ হাজার ৫৪৫ কোটি টাকা।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তবে চলতি বছরের জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে লেনদেন ৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে । গত জানুয়ারিতে এমএফএসে লেনদেন হয়েছে ১ লাখ ৫৯৩ কোটি টাকা, যা ৯ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৯ মাস আগে ২০২২ সালের এপ্রিলে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৪৬০ কোটি টাকা।
দেশে মোবাইল ব্যাংকিং সেবার এক যুগ হয়েছে। বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, নগদসহ দেশে বর্তমানে ১৩টি প্রতিষ্ঠান এই আর্থিক সেবা দিচ্ছে। শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে তাৎক্ষণিকভা?বে টাকা পাঠানোর সুবিধার কারণে দেশে মোবাইল ব্যাংকিং সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত ডিসেম্বরে এমএফএসে লেনদেন হয়েছিল ৯৬ হাজার ১৩২ কোটি টাকা।
নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বরে লেনদেন হয় যথাক্রমে ৯২ হাজার ১২৫ কোটি, ৯৩ হাজার ১৩ কোটি ও ৮৭ হাজার ৬৩৫ কোটি টাকা। ২০২২ সালের এপ্রিলে একক মাস হিসেবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, লেনদেন হয় ১ লাখ ৭ হাজার ৪৬০ টাকা। মে মাসে তা কমে ৭৬ হাজার ৩১২ কোটি টাকায় নেমে আসে। গত বছরের জানুয়ারির চেয়ে চলতি বছরের জানুয়ারিতে ১৮ দশমিক ৬৫ শতাংশ লেনদেন বেড়েছে। ২০২২ সালের জানুয়ারিতে ৮৪ হাজার ৭৮ কোটি টাকা লেনদেন হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে ২৬ লাখ ৩৪ হাজার ৩৪। ফেব্রুয়ারি শেষে এমএফএসের নিবন্ধিত হিসাব দাঁড়িয়েছে ১৯ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ১৭১টি। ডিসেম্বরে ছিল ১৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৫৭৩টি।