নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২২.৭২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৫৭ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার বা ২২.৭২ শতাংশ লেনদেন কমেছে।