সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এক সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৫৬ টাকা ৯০ পয়সা বা ২০ দশমিক ৩৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৬৯ শতাংশ।